Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

ব্রাত্য-দেবশঙ্করের হাত ধরে শহরে শুরু নাট্যোত্‍সব

$
0
0

রেশমী প্রামাণিক

গুরু-শিষ্য মেলবন্ধনের সঙ্গে সঙ্গে বর্তমান প্রজন্মকে থিয়েটারমুখী করার উদ্দেশে শুরু হল নাট্য উত্‍সব। চার দিন ধরে মঞ্চে নবীন প্রজন্মের সঙ্গে সেতুবন্ধনে প্রয়াসী নাট্য জগতের পোড়খাওয়া ব্যক্তিত্বরা।

গত ১৫ বছর ধরে কলকাতায় থিয়েটার ফেস্টিভ্যালের আয়োজন করে চলেছে ভোডাফোন। বৃহস্পতিবার মিনার্ভা থিয়েটারে সূচনা হল চলতি বছরের নাট্য উত্‍সবের। অংশগ্রহণ করে বিভিন্ন কলেজের নাট্যপ্রেমী পড়ুয়ারা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং দেবশঙ্কর হালদার। ব্রাত্য বসুর নির্দেশনায় দেখানো হবে ২১ গ্রামস, মুম্বই নাইটস এবং মলুয়া নাটকটি। অনুষ্ঠানের শেষদিন অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি দেখানো হবে শরমন জোশির বিখ্যাত নাটক ম্যায় অউর তুম।

কল্লোলিনী তিলোত্তমা যে বাঙালি সংস্কৃতির অন্যতম ধারক এবং বাহক তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। এই প্রজন্ম বাংলা থিয়েটারের পৃষ্ঠপোষক নয়, এ প্রবাদ মিথ্যে বলে প্রমাণিত হবে প্রেক্ষাগৃহের বাইরে তরুণ তুর্কিদের ভিড় দেখলে।

২০০১ সালে ভোডাফোন যখন প্রথম থিয়েটারের সঙ্গে গাঁটছড়া বাঁধে তখন থেকেই পাশে পেয়েছে থিয়েটার জগতের গুনীজনদের। এগিয়ে আসুন আপনারাও। হৈ হৈ করে এগিয়ে চলুক বাংলা নাটক, তার আপন পথ বেয়ে।


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>