Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

গুজবের মঞ্চে যখন এলোমেলো 'প্রলাপ

$
0
0

রেশমী প্রামাণিক

একনিষ্ঠ থিয়েটারের মন নিয়ে আপনি প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছেন। নির্দেশ মত নিষ্ক্রিয় করে রেখেছেন আপনার সাধের মুঠোফোনটিও। কিন্তু একি! তামাশা হচ্ছে নাকি। রীতিমত টিকিট কেটে থিয়েটার দেখতে এসেছেন।

ভাষার ব্যবহার মোটেই সংযত নয়। নাটক চলাকালীন পরিচালক ঢুকে পড়ছেন স্টেজে। চলে আসছে অন্য নাটকের দৃশ্য। আলো, মিউজিক সব ঘেঁটে ঘ। রিহার্সালের বড়ই অভাব। গুজবের 'প্রলাপ' দেখলে আপনার উপলব্ধি খানিকটা এ রকম হবে। চিনেবাদাম চিবোতে চিবোতে অথবা এক ঢোক জল খেয়ে নিয়ে একটু ঠান্ডা মাথায় ভাবুন। দেখবেন আপনার জীবন মোটেই সোজা পথে চলছে না। সে আপনি যতই আগে ভাগে রিহার্সাল করে বেরোন না কেন। ঠিক কিছু না কিছু ঘোটালা হয়েই থাকে।

নাটকটির মূল রচনা বাদল সরকারের। সেখান থেকে ভাবনা নিয়ে নিজের মত 'প্রলাপ' বকেছেন বিশ্বাবসু। এই নাটকের নির্দেশনা এবং সম্পাদনা তাঁর। আবহ নির্মাণে স্বস্তিক, শুভব্রত। অভিনয়ে রয়েছে উদ্দালক, সাম্য, তিস্তা, অর্কজা, সৌরভ এবং নিলয়। আগামী ২৫ ফেব্রুয়ারি অষ্টম পর্যাস ফেস্টিভ্যালে জ্ঞানমঞ্চে মঞ্চস্থ হবে প্রলাপ। এটি প্রলাপের ষষ্ঠ শো।

আসুন। দেখুন। গুজবে কান না দিয়ে চূড়ান্ত ঝামেলা করুন। সাতটি নাটক মঞ্চস্থ হবে এদিন। দ্বিতীয়ার্ধের প্রথম নাটক প্রলাপ।


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>