Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

চূড়ান্ত প্রাপ্তমনস্কদের জন্যে নাটক এবার শহরে! সূর্য সেন কে?

$
0
0

এই সময় বিনোদন ডেস্ক: দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায় ছোট ছোট পোস্টার দেখতে পাবেন, যদি আপনার চোখ সজাগ হয়। সাদা কাগজে কালো কালি দিয়ে লেখা সূর্য সেন কোথায়? ভোটের আগে আপনি হয়তো ভাবছেন এ আবার কী...হঠাৎ কেন সূর্য সেনের খোঁজ পড়ল? আসলে এই লাইনটি হল একটি নাটকের টিজার। ইচ্ছেমতোর পঞ্চম জন্মদিনে আসছে ঘুম নেই। উৎপল দত্তর এই নাটকটির নতুন ভাবে নাট্যরূপ দিয়ে সাজিয়েছেন সৌরভ পালোধী। ঘুম নেই সমাজের সেই শোষিত নিপীড়িত মানুষদের কথাই বলে। দিন আনা দিন খাওয়া শ্রমিক শ্রেণি, একচিলতে ঘরে কোনও মতে চলে জীবন সংগ্রাম। এই নাটকের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাক ড্রাইভার ও ধাবার কর্মীদের রাজনৈতিক ইস্তেহার। একদিন রাতে সেখানেই খবরের খোঁজে আসে দুই সাংবাদিক। সেখানে এসে তারাও দেখে, শুধু তারাই নয়... এভাবে জীবনসংগ্রামে রত হয়েছেন বহু মানুষ। হাতে হাত মিলিয়ে শুরু হল লড়াই। অপেক্ষা নতুন সূর্যের।
69043739

এই সময়ে দাঁড়িয়ে চূড়ান্ত বাস্তব একটা নাটক। নাটকের মধ্যে রয়েছে রাজনৈতিক প্রভাব। নাটকের পরতে পরতে রয়েছে শ্রেণি সংগ্রাম। পরিচালক সৌরভ পালোধীর কথায়,'চারিদিকের রাজনৈতিক পরিস্থিতি এবং পালাবদল দেখেই এই নাটকের সিদ্ধান্ত। নাটকের সংলাপ এবং চলও সেই ভাবেই করা। তাই আমাদের এই নাটক কঠোর ভাবেই প্রাপ্তবয়স্কদের জন্য। সংলাপে এমন কিছু ভাষার ব্যবহার আছে যেখান থেকেই এই সিদ্ধান্ত আমাদের।'
69044070

ইচ্ছেমতোর এবারের প্রযোজনায় অভিনয় করছেন কৌশিক কর। কৌশিক এবং সৌরভ বহুদিন ধরেই একে অপরের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন। ঘুম নেই তে সঙ্গীতের যাবতীয় সামলাচ্ছেন দেবদীপ মুখোপাধ্যায়। এছাড়াও এই নাটকের পুরোটাই লাইভ মিউজিক। আগামী ১০ মে অ্যাকাডেমিতে ঠিক সন্ধে ৬.৩০-এ এই নাটকের প্রথম মঞ্চায়ন।


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>