Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

প্রয়াত যাত্রার প্রখ্যাত নট ত্রিদিব ঘোষ, শোকাচ্ছন্ন চিৎপুর

$
0
0

এই সময়: বাংলার যাত্রা পাড়ার কিংবদন্তী অভিনেতা তথা যাত্রা পরিচালক ত্রিদিব ঘোষের অকাল প্রয়াণে শোকাচ্ছন্ন চিত্‍‌পুর যাত্রা পাড়া। মাত্র ৬৮ বছর বয়সে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

৪৫ বছরের দীর্ঘ যাত্রা জীবনে প্রথম সারির অপেরা দলে কাজ করেছেন তিনি। সেই তালিকায় যেমন রয়েছে ভারতী অপেরা তেমনই আছে অগ্রগামী অপেরা। গ্রাম বাংলায় তাঁর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। ১৯৭৫ সালে চিত্তরঞ্জন অপেরা দিয়ে যাত্রায় তাঁর সফর শুরু। এরপর তিনি যোগ দেন নাট্য কোম্পানিতে। বাংলার যাত্রা পাড়ায় অন্যতম বড় দল নাট্য কোম্পানি। তাঁর চার ভাই ও তিন বোন এখনও বর্তমান।

৬৮ বছরে প্রয়াত ত্রিদিবের মৃত্যুতে ভেঙে পড়েছেন যাত্রার কিংবদন্তি নায়িকা বর্ণালী বন্দ্যোপাধ্যায়। শোকস্তব্ধ বর্ণালি বলেন, ‘ত্রিদিবদা এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবিনি। মন খারাপ। ওঁর পরিচালনায় ‘চকবাজারের চামেলি’ করেছি। মনে রাখার মতো অনেক কাজ থেকে গেল’। আর এক যাত্রা কিংবদন্তি বেলা সরকারের গলাতেও হতাশা। তিনিও দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন ত্রিদিব ঘোষের সঙ্গে। স্মৃতিচারণে তাঁর আফসোস, ‘একসঙ্গে অভিনয় করেছি। ওঁর চলে যাওয়ায় যাত্রার বড় ক্ষতি হয়ে গেল’। ভানু বন্দ্যোপাধ্যায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ছিলেন ত্রিদিব। গত বছর ‘উলঙ্গ সম্রাট’-এর ২০টি শো করার পর অসুস্থ হয়ে পড়েছিলেন। ‘সম্রাট ঔরঙ্গজেব’, ‘মা বিক্রির মামলা’, ‘নটি বিনোদিনী’, ‘মৃত্যু যজ্ঞের পুরোহিত’, ‘আজকের মীরজাফর’-এর মতো বহু চর্চিত যাত্রাপালার মাধ্যমে ত্রিদিব বিনোদন দিয়েছেন তিন দশকের বেশি সময় ধরে। নায়ক, খলনায়ক, পরিচালক, দলমালিক---সব ভূমিকায় ছিলেন সফল।




Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>