Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

অমল-সুধা-দইওয়ালা আর বাউল! ডাকঘরের ডাকে দুনিয়া যখন হাতে হাত একটা পাড়া...

$
0
0

এই সময় বিনোদন ডেস্ক: ডাকঘর নাটকটির সঙ্গে প্রত্যেকেরই জড়িয়ে আছে ছোটবেলার নানা স্মৃতি। কেউ বা স্কুলের মঞ্চে কেউ বা পাড়ার রবীন্দ্র জয়ন্তীতে অমলের ভমিকায় একবার হলেও অভিনয় করেছেন। গ্রীষ্মের দুপুর গুলোয় জানালার ধারে বসে অমল হওয়ার স্বপ্ন দেখেছে অনেক শিশুমন। ভাবতে বসে কখনও আবার মন উধাও হয়ে যেত পাঁচমুড়ো পাহাড়, শামলী নদীর দিকে। ‘হোল নাইন ইয়ার্ডস’ এবং ‘আলিয়ঁস ফ্রাঁসে দু বেঙ্গলে’-র প্রয়াসে আসছে বাংলার প্রথম ডিজিটাল মিউজিক্যাল নাটক। আর তার জন্য বেছে নেওয়া হয়েছে রবি ঠাকুরের 'ডাকঘর'-'দ্য পোস্ট অফিস'। পরিচালনায় অভ্রজিৎ সেন।

এর আগে বাবা ও ছেলে অর্থাৎ শান্তিলাল মুখোপাধ্যায় এবং ঋতব্রত মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে বেশ কয়েকটি বাংলা ছবিতে । থিয়েটারেও তাঁরা নিয়মিত অভিনয় করেন। ডাকঘরেও তাঁদেরকেই মুখ্যচরিত্রে দেখা যাবে।
শান্তিলালকে দেখা যাবে ঠাকুরদার চরিত্রে ।ঋতব্রত অভিনয় করবেন অমলের চরিত্রে।

এছাড়াও অভিনয় করবেন উন্মেশ গাঙ্গুলি, সুপ্রতিম সিনহা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তনিকা বসু, সুহোত্রা মুখোপাধ্যায় এবং সৌম্যদীপ চক্রবর্তী।
যেহেতু মিউজিক্যাল তাই এই নাটকের সংগীতও খুব গুরুত্বপূর্ণ। গানঘর সামলালেন দিব্যকমল মিত্র, মেঘাতিথি ব্যানার্জি এবং রোহন চক্রবর্তী।
অনলাইনে এই নাটক দেখতে প্রয়োজন টিকিটের । ২৮ জুন, রবিবার, সারা পৃথিবী থেকে বিভিন্ন টাইম জ়োনে এই নাটক দেখা যাবে 'অফবিট' সাংস্কৃতিক সংস্থার জ়ুম অ্যাকাউন্টে । ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৫টা ও রাত ৮টায় দেখা যাবে এই নাটক।


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles