Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

লকডাউনের বিশ্ব এক অখণ্ড শিল্পীগ্রাম! ওয়ার্ল্ড হোম থিয়েটার দেখলেই বুঝবেন...

$
0
0

এই সময় বিনোদন ডেস্ক: লকডাউনে স্তব্ধ বিশ্ব। নিম্নগামী বিশ্বের অর্থনীতি। হঠাৎ করেই থমকে গিয়েছে সভ্যতা। থমকে গিয়েছে মানুষের জীবনযাত্রা। কিন্তু থেমে থাকতে পারেনি শিল্প। এই কঠিন সময়ে শিল্পই আমাদের হাতিয়ার।

সে যে দেশের হোক আর যে ভাষাতেই হোক। ভাবনা যেন কোথাও গিয়ে মিলে যায়। কোথাও গিয়ে একই সুতোয় গাঁথা হয়ে যায় শিল্পীসত্ত্বা। তাই ভার্চুয়াল দুনিয়াতেই চলতে থাকল তাঁদের অনুশীলন। পৃথিবীর ১২ টি দেশ থেকে নাট্যশিল্পীরা পাঠিয়েছেন তাঁদের পারফরমেন্স। আছেন কৌশিক সেন, দেবশঙ্কর হালদারের মতো নাট্য ব্যক্তিত্বরা।

আর সেই মহড়া জুড়েই নাট্যপ্রেমী এবং নাট্যকর্মী সম্রাট শর্মা তৈরি করলেন ওয়ার্ল্ড হোম থিয়েটার। তাঁর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ভিডিয়োটি। বর্তমান করোনা পরিস্থিতিতে ভারতের পাশে মানসিক ভাবে দাঁড়াতে আর্জেন্টিনা, হংকং, রাশিয়া, ফ্রান্স, প্যালেস্তাইন, আমেরিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ- আরও চারটি দেশের নাট্যব্যক্তিত্বরা যোগ দিয়েছেন এই থিয়েটারে।


সম্রাট বললেন, ‘‌আমার সব বিদেশি নাট্যকর্মী বন্ধুদের ধন্যবাদ জানাই এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেওয়ার জন্য। শিল্প বিভেদ মানে না, কাঁটাতার মানে না। আর এই কঠিন পরিস্থিতিতে আবারও সেটাই প্রমাণ করল ওয়ার্ল্ড হোম থিয়েটার'।


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>