Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

থিয়েটারকে বাঁচাতে বাস্তবের রঙ্গমঞ্চে লড়ছেন নাট্যকর্মীরা

$
0
0

এই সময় বিনোদন ডেস্ক: আচমকাই কোভিড-১৯, লকডাউন, কোয়ারানটিন শব্দগুলো জুড়ে গিয়েছে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে। বদলে গিয়েছে জীবনের দর্শন। লড়াই করেই যে বেঁচে থাকতে হয়-এই সত্যিটা ভুলে গিয়েছিলেন অধিকাংশ মানুষই। হঠাৎ এমন বিপর্যয় আসলে মানুষই মানুষের পাশে দাঁড়ায় তা যেন আরও একবার প্রমাণিত হল।

দেশ জুড়েই চলছে লকডাউন। তবে অনেকেই লকডাউনের সঠিন অর্থ না বুঝে তাকে অতিরিক্ত গরমের ছুটি হিসেবেই দেখেছেন। প্রতিদিন জমিয়ে বাজার থেকে শুরু করে দেদার খাওয়াদাওয়া, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট বাদ পড়ছেনা কিছুই। তবে লকডাউনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই। বিশেষত যাঁরা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। যাঁরা মঞ্চের নেপথ্যে থাকেন, লাইট-সাউন্ড-মেকআপ-কস্টিউম ইত্যাদির গুরুভার নেন...এবার তাঁদের পাশে দাঁড়ালেন নাট্যকর্মীরা।

শুধু শহর নয়, রয়েছেন জেলার নাট্যকর্মীরাও। লকডাউনে যেহেতু কাজ বন্ধ, আবার কবে তা শুরু হবে জানে না কেউই, তাই থিয়েটারকর্মীরা একটি ফান্ড তৈরি করেছেন। সেখান থেকে এখনও পর্যন্ত ১২০ জনের কাছে পৌঁছে গিয়েছে অর্থসাহায্য। বিমল চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, সৌমিত্র বসুদের মতো নাট্যকর্মীরা তো আছেনই। এছাড়াও আছেন অনির্বাণ ভট্টাচার্য, জয়রাজ ভট্টাচার্য, উজান চট্টোপাধ্যায়, অঙ্কিতা মাঝি, ঋতব্রত মুখোপাধ্যায়-সহ আরও অনেকেই।

মূলত ব্যাঙ্ক ট্রান্সফারের মধ্যে দিয়েই পৌঁছে দেওয়া হচ্ছে অর্থ। এই উদ্যোগ প্রসঙ্গে ঋতব্রত যেমন বললেন,'আমাদের থিয়েটারে এমন অনেকে রয়েছেন, আমাদের দাদা দিদিরা, যাঁরা অনেক যুদ্ধ করে, অনেক লড়াই চালিয়ে যেতে হলেও, থিয়াটারটা করে চলেছেন প্রতিনিয়ত। এঁরাই আমাদের শক্তি। এবং তাঁদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাঁরা আরও অনেক বেশি যোগ্য এবং অনেক বেশি সম্মান তাঁদের প্রাপ্য...কিন্তু আমাদের পরিকাঠামো সেটা দিতে পারেনি। আমরা ব্যর্থ হয়েছি।

75069222

তাঁদের রোজের পারিশ্রমিকে সংসার চলে, সঞ্চয় বলতেও বিশেষ কিছুই নেই। তাই এই লকডাউনে তাঁরা আর্থিক সংকটের মুখে পড়েছেন। বা অনেকেই খুব কষ্টে দিন কাটাচ্ছেন। এইরকম পরিকল্পনার জায়গা থেকেই আমাদের একসঙ্গে এসে একটা ছোট্ট চেষ্টা ছিলো... যদি তাঁদের পাশে থাকা যায় এই সংকটের সময়ে, সেই মানুষগুলোর পাশে, যাঁদের ছাড়া আমাদের থিয়েটার অচল। আমরা চেষ্টা করছি সকলে মিলে, মানুষ হিসেবে মানুষের পাশে থাকার। এইটুকুই'।

এই সংকটকালে লড়াই করে বাঁচতে চাওয়াটাই এখন সবচেয়ে কঠিন। মানবতার হাত যে আজ বড়ই প্রয়োজন। নাট্যকর্মীরা আছেন, পাশে থাকুন আপনিও।
সাহায্যের যোগসূত্র:
Madhurima goswami
Gpay number : 7980020381
Bank account details
State bank of india
Pottery road area branch
Account : 20023938429
IFSC : SBIN0008439


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>