এই সময় বিনোদন ডেস্ক: শিল্প মানব চেতনার বিকাশে সাহায্য করে, এই কথা মাথায় রেখেই বীরভূমের সাতকাহমিয়ার তেপান্তর নাট্য গ্রামে অনুষ্ঠিত হল তিনদিন ব্যাপী নাট্যোৎসব। এই গ্রামের কচিকাঁচা থেকে বয়স্ক প্রতিটি মানুষই নিজের কাজ, নিজের জীবিকার পাশাপাশি নাটকের সঙ্গে যুক্ত। সকলেই নাটকের সঙ্গে যুক্ত। ছোট থেকে বড় সকলের নাটক দেখার নিষ্ঠা চোখে পড়ার মত। নাট্যধারা নাট্যোৎসবের সূচনায় উপস্থিত ছিলেন বেঙ্গল রেপার্টরীর পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ঞতুশ্রী চৌধুরি, সম্পাদক ঋক অমৃত সহ সদস্যবৃন্দ।
↧
বেঙ্গল রেপার্টরির অবিস্মরণীয় ডেস্টিনেশন নাট্যোৎসব নাট্যধারা
↧