Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

বাংলা নাটকের নামে পদ্মাপারে পপুলার অশ্লীলতার আখড়া!

$
0
0

এই সময় বিনোদন ডেস্ক: ইন্টারনেটের যুগে সবই যে এখন সহজলভ্য এ আর নতুন কি। এই প্রজন্মের কাছে ওয়েব সিরিজ খুবই জনপ্রিয়। সেন্সর বোর্ডের কোপ না থাকায় কঠিন বাস্তব-রাজনৈতিক গল্প যেমন সহজে বলা যায়, তেমনই যৌন উত্তেজক দৃশ্য দেখাতেও কোনও দ্বিধা থাকে না। সম্প্রতি একটি সমীক্ষা বলছে পদ্মাপারে এখন বাংলা নাটকে যৌনতার খুবই রমরমা। এমনকী স্কুল পড়ুয়ারাও বাদ পড়ছে না। সেই ভয়াবহতা এতখানিই যে ছেলেদের থেকে মেয়েরা বেশি আসক্ত হয়ে পড়েছে। যেখানে যৌনতার কোনও মাপকাঠিই থাকছে না।

বাংলাদেশের এক সংবাদ সূত্রে খবর, একসময় বাংলাদেশের মানুষ অশ্লীলতার জন্য় হলে গিয়ে কোনও সিনেমা দেখতেন না। এমনকী হল মালিকেরা সিনেমা হল বন্ধ করে দিতেও বাধ্য হয়েছিলেন। তবে বর্তমানের বাংলা নাটক নাকি সেই সব সীমাকে অতিক্রম করে গিয়েছে। উঠে আসছে সাদিহা জাহান প্রভা নামের এক অভিনেত্রীর নাম। যিনি এককালে পর্নস্টার হিসেবে পরিচিত ছিলেন। বেশকিছুদিন সিনে দুনিয়া থেকে তিনি দূরে ছিলেন। বর্তমানে তিনি আবার নাটকে ফিরে এসেছেন।
দেখুন ভিডিয়ো

আর তারপর থেকেই ওয়েব সিরিজ নাটক এত পপুলার বাংলাদেশে। যেকানে অশ্লীলতার কোনও সীমা-পরিসীমা নেই।


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>