Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

শীতের শেষবেলায় শহরকে উষ্ণতা বিলোল প্রেরণার নান্দনিক প্রয়াস

$
0
0

এই সময় ডিজিটাল ডেস্ক: রিয়্যালিটি শোয়ের যুগে ধ্রুপদী সঙ্গীত বা নৃত্যের নামে অনেকেই নাক কুঁচকোন। তাঁরা ভুলে যান যে কোনও শিল্পের মূল ভিত্তি ধ্রুপদ। এমনকী কিছুক্ষেত্রে অভিভাবকদেরও চাহিদা থাকে নাচের গান শেখান বা রাগ-তান ছেড়ে গান শেখান। নৃত্য বা সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নিতে অনেকেরই আপত্তি। এরকম সময়ে দাঁড়িয়েও যে শিক্ষার্থীরা তাঁর কাছে আসছেন এতেই তিনি কৃতজ্ঞ। আর তাইতো আজকের দিনে বৈঠকী আড্ডা হারিয়ে গেলেও গুরু-শিষ্যের সেই পরম্পরা ধরে রাখতে তিনি মাসে একটা করে বৈঠকের আয়োজন করেন। লুনা পোদ্দার। পরিচয়ে বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী। তাঁর সংস্থা প্রেরণা মাঝেমধ্যেই ধ্রুপদী আসরের আয়োজন করে। সেখানে বাঁশি,সেতার, তবলা থেকে শুরু করে সংগীত, নৃত্য সবই থাকে। গত বছর থেকে তাঁরা দুদিন ব্যপী শাস্ত্রীয় সন্ধ্যার আয়োজন করছেন। এবছরও তার ব্যতিক্রম নয়। একে অপরের সঙ্গে সংযোগ সাধন করছেন বলে অনুষ্ঠানের থিম সম্বন্ধ। ২৪ ও ২৫ জানুয়ারি জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হল শিক্ষা ২০১৯।


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>