Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

শীতের শহরে নাট্য প্রতিযোগিতা নিয়ে হাজির কলাক্রান্তি

$
0
0

এই সময় ডিজিটাল ডেস্ক: নাটকের মঞ্চে উঠে আসে কত জীবন কথা... শিল্পীরা তাঁদের ব্যক্তিগত দুঃখ-কষ্টকে পাশে সরিয়ে রেখে মেতে ওঠেন শিল্পচর্চায়। কিন্তু বাস্তব জীবনে তো সেই কষ্টের পিছু ছাড়ানো অত সহজ হয়ে ওঠে না। নাট্যমঞ্চের আলোর পিছনে যে সব শিল্পীরা নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁদের কথা মাথায় রেখেই ১৯৮৩ সালে কলাক্রান্তি গ্রুপ থিয়েটারের যাত্রা শুরু। নাটককে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়াও দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানো ছিল অন্যতম প্রধান উদ্দেশ্য।

এই লক্ষ্যেই ১৯৯১ সাল থেকে কলাক্রান্তি আয়োজন করে আসছে বহুভাষী ছোট নাটক প্রতিযোগিতা। ২০১৮ সালে এসে সেই প্রতিযোগিতা ২৫-এ পা দিল। সেই উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সংস্থার তরফে মুক্তাঙ্গন রঙ্গালয়ে আয়োজিত করা হয়েছে নাট্য প্রতিযোগিতা। ২১ ডিসেম্বর এই নাট্য উত্‍সবের উদ্বোধন করবেন মাননীয় বিধায়ক ও মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে প্রয়াত নাট্য ব্যক্তিত্ব অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের উপর একটি চিত্র প্রদর্শনী। কলাক্রান্তির শিল্পীরা পরিবেশন করবেন হুল্লোড় নাটকটি। থাকবে প্রতিযোগিতার প্রথম নাটক বহ্নিশিখা।


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>