Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

Rwitobroto Mukherjee: চন্দন সেনের 'দিল্লি চলো'য় আজিজুল ঋতব্রত, কী বার্তা অভিনেতার?

$
0
0

নাট্যপ্রেমীদের জন্য সুখবর! স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে উৎপল দত্তের 'দিল্লি চলো' নাটকটি মঞ্চস্থ করতে চলেছেন চন্দন সেন। আগামী ১১ সেপ্টেম্বর অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ওই নাটকটি মঞ্চস্থ হবে। নাটকে নেতাজির সৃষ্টি করা আজাদ হিন্দ ফৌজের বিশিষ্ট সৈনিক আজিজুল হকের ভূমিকায় দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে। অশোকনগর নাট্যআননের তরফ থেকে ইতিমধ্যেই একটি বিশেষ ছবি শেয়ার করা হয়েছে। ছবিটি আজাদ হিন্দ ফৌজের মেম্বারশিপ কার্ডের আদলে তৈরি করা। যেখানে আজিজুল হকের নাম লেখা রয়েছে। কার্ডের ছবির জায়গায় রয়েছে ঋতব্রতর মুখ। এই নাটকে আজিজুল হকের চরিত্রের উপর জোর দেওয়া হয়েছে। এই নাটকে দেখানো হবে, নেতাজির অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আজাদ হিন্দ বাহিনীতে যোগ দেওয়ার কাহিনি। কিন্তু, পরে সে আর মানিয়ে নিতে পারে না। এই চরিত্রের আবেগ ছোঁয়ার চেষ্টা করেছেন পরিচালক।

এই নাটক প্রসঙ্গে এই সময় ডিজিটাল-এর তরফ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই নাটকে কাজের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। তাঁর কথায়, "আজিজুল হকের চরিত্রে অভিনয় করতে পেরে ভালো লাগছে। উৎপল দত্তের লেখা সেরা থ্রিলার এটি। সেই এসেন্স ছোঁয়ার চেষ্টা করা হয়েছে।" তাঁর সংযোজন, "আজকের যুগে এই নাটকের প্রাসঙ্গিকতা রয়েছে। কেন্দ্রীয় সরকার আজাদি কা অমৃত মহোৎসব নিয়ে একটু বেশিই মাতামাতি করেছে। কোথাও গিয়ে যেন তারা নিজেদের খামতি ঢাকার চেষ্টা হয়েছে। একাধিক রাজ্যের একাধিক সমস্যা রয়েছে। সেগুলি থেকে নজর ঘোরানোর চেষ্টা চোখে পড়েছে।"
91911860

ঋতব্রত আরও বলেন, "তাছাড়া স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হয়েছে ঠিকই। তবে আমরা আরও বেশি পরাধীন হয়ে গিয়েছি। আরও বেশি পিছিয়ে যাচ্ছি আমরা। কারণ, মানুষের প্রতি মানুষের বিদ্বেষ ক্রমে বাড়ছে। তাই বর্তমানে এই নাটক খুবই প্রাসঙ্গিক।" অভিনেতা চান, সমাজে সহমর্মিতা আরও বাড়ুক। সেই বার্তাই দিয়েছেন তিনি।
89726723
91967064

উল্লেখ্য, গত মার্চ মাস থেকে এই নাটকের প্রস্তুতি শুরু হয়েছিল। নাটকে ঋতব্রত ছাড়াও রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। চন্দন সেন নিজেও অভিনয় করছেন এই নাটকে। আগামী ১১ সেপ্টেম্বর (রবিবার) দুপুর আড়াইটে এবং সাড়ে ছ'টায় নাটকটির শো রয়েছে। ১০০ থেকে ২৫০ টাকায় টিকিট বিকোচ্ছে। অশোকনগর নাট্যআননের ফেসবুক পেজে অনলাইন টিকিটের লিঙ্ক রয়েছে। সেখানে ক্লিক করে আগাম টিকিট বুকিং সম্ভব।


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>