Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

গালাগাল দিতেও বাঙালিকে ইংরেজির শরণ নিতে হয়: মেঘনাদ ভট্টাচার্য

$
0
0

মেঘনাদ ভট্টাচার্য

নাটক বিষয়টিই তো খুব জ্যান্ত। সেই কারণেই নাটককে সময়ের দর্পণ হওয়ার কথা। সময়ের প্রতিচ্ছবি নাটকের উপরেই পড়ে। কারণ, নাটকটা লাইভ। একদল মানুষ নাটক তৈরি করে। আরও একদল মানুষ নাটক দেখে। দু’দলের মানুষের এই বন্ধনের নামই হল থিয়েটার। সময়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই চলার চেষ্টা করে থিয়েটার। সেই জন্যই নাটকের সংলাপও বদলায়। কারণ, মানুষের কথা বলার ধরণও ১০ বছর অন্তর অন্তর পালটে যায়। বিষয়টি আস্তে আস্তে বদলায়। ফলত নাটকের ভাষাও অল্প অল্প করে বদল হতে হতে যায়। আজ থেকে ২০ বছর আগে নাটকের যে ভাষা ছিল, এখন তা নেই। সময়ের সঙ্গে সঙ্গে আপাত আধুনিক হয়ে ওঠে নাটকের ভাষা। সেটা সবসময় যে ভালো হতে হবে তা কিন্তু নয়। কখনও কখনও কাব্য সুষমা নষ্ট হয়ে যায়। কখনও কখনও নতুন কাব্য় সুষমা যোগ হচ্ছে। প্রথাগত যে ভাষা সেটা বদলে যাচ্ছে।

আগে মানুষ মনের ভাব বোঝানোর ক্ষেত্রে অনেক বেশি কথা বলত। এখন তা হয় না। এখন মানুষ কম কথা বলে। এই বিষয়টি আমি আমার জীবন থেকে শিখেছি। আমার ঠাকুমা-দিদিমা মনের কথা বোঝানোর ক্ষেত্রে যতটা শব্দ প্রয়োগ করতেন, আমার মা ততটা করতেন না। আমার স্ত্রী তার চেয়েও কম কথা বলেন। আবার মেয়ে আরও কম কথা বলে। ব্যবহারিক জীবনে অনেক কম কথা বলেই কাজ হাসিল করে নেয় সে। বিস্তারিতভাবে কথা বলে বিষয়টি বোঝায় না সে। এইটাই কোনওভাবে নাটকের সংলাপে প্রতিফলিত হয়। বর্তমানে খুব বেশি সংলাপ বলাটাকে দর্শক বাহুল্য মনে করে। অল্প কথায় মানুষ এখন বুঝে যায়। নাটকের ক্ষেত্রে এই বদলটা হয়।

89723566

বাংলা ভাষাতে ইংরাজি এবং হিন্দি শব্দের প্রয়োগ বেড়েছে। সেই কারণেই বাংলা থিয়েটারেও একই বিষয় দেখা গিয়েছে। শুধু থিয়েটার কেন, ছবিতেও একই প্রবণতা দেখা যায়। গালাগালির ক্ষেত্রেও কিন্তু ইংরাজি ভাষা ব্যবহার করছে বাঙালি। যে গালাগাল বাংলাতেই দেওয়া হতো, তাও আজ ইংরাজিতে দেওয়া হচ্ছে। ইংরাজির খুব অশ্লীল শব্দও বাংলায় ততটা অশ্লীল লাগে না যেমন ধরুন, ‘শিট’ শব্দটিও আকছার ব্যবহার করা হয়। কিন্তু, শব্দটি মোটেও ভালো ইংরাজি শব্দ নয়। ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে এখন বাংলা ভাষাটাই হিন্দি এবং ইংরাজির মিশেল হয়ে গিয়েছে। আর সেই কারণেই আধুনিক দর্শককে বাংলা থিয়েটারের সঙ্গে যুক্ত করার জন্য এই ধরণেই ভাষা ব্যবহার করা হচ্ছে।


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>