Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

আবার ফেরা নাটকে

$
0
0

বিপ্লবকুমার ঘোষ

মঞ্চে অভিনয়ের নেশা ফের তাঁকে ফিরিয়ে আনল প্রায় ৭ বছর পরে। 'এই আমি মাধবীলতা' নাটকে। এখনও অবধি ৭০টি ছায়াছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। এমনকি গত কয়েক বছরে প্রায় ৪২ টি জনপ্রিয় ধারাবাহিকে বড় পরিচিত মুখ যে মানসী সিনহা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সময় ও কিছু অবাঞ্ছিত সমস্যায় তিনি নাটকের মঞ্চ থেকে দূরেই ছিলেন। সায়ক ও শূদ্রকের নিয়মিত মঞ্চাভিনেত্রী শেষ অভিনয় করেছিলেন 'জ্ঞানবৃক্ষের ফল' নাটকে।

সাড়ে তিন বছর বয়সেই মা অভিনেত্রী মণিদীপা রায়ের কাছে অভিনয়ের হাতেখড়ি। বুদ্ধদেব দাশগুপ্তের 'নীম অন্নপূর্ণা'তে বি এফ জে পুরষ্কার প্রাপ্ত মণিদীপার স্বপ্ন ছিল মেয়েকে যোগ্য অভিনেত্রী করে গড়ে তুলতে। গর্ব করে তাই মানসী বলছেন, 'তরুণ মজুমদারের 'আলো' ছবি ছাড়াও অপর্ণা সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, অঞ্জন দত্তদের ছবিতে সাফল‍্যের সঙ্গে অভিনয় করেছি'।

ছোট পর্দা ও বড় পর্দায় এত সাফল‍্যের পরেও মঞ্চে ফের ফেরার পিছনে মানসীর একটি বড় কারণ হল, এই প্রথম অভিনয়ের পাশাপাশি নিজেরই লেখা নাটকে, নির্দেশকের ভূমিকাতেও রয়েছেন তিনিই। 'আমার বহুদিনের ইচ্ছে পূর্ণ হলো', বলছেন গর্বিত মানসী। দু'টি মানুষের সম্পর্ক, চাওয়া-পাওয়া, মান-অভিমান, প্রেম ভালবাসা নিয়ে দুই মূল চরিত্রের মধ‍্যেই নাটকের ঘোরাফেরা। নাটকের সংলাপেও রয়েছে সব বিস্ফোরক স্বীকারোক্তি।

86255593

মানসীর বিপরীতে রয়েছেন জোরালো আরও এক অভিনেতা অসীম রায়চৌধুরী। তাঁর সব সংশয় এবং মনের দোলাচল কাটাতে নাটকের নারীচরিত্রটি এক সময়ে গোপন স্বীকারোক্তি দিতেও কুণ্ঠিত হননি। ".......ডাক্তাররা আমাকে চেম্বারে নিয়ে গিয়ে কি করতো বলো তো? আমাকে একটা খাটে শোয়াতো। আমার বুক পর্যন্ত একটা সাদা চাদরে ঢেকে দিতো। এক লোভী তারপর সেই সাদা চাদরের তলা দিয়ে হাত ঢুকিয়ে আমার........। তোমার খারাপ লাগতো না?'

85096530

সাহসী সব সংলাপে নাটকের পারদ চরমে ওঠে। নাটকের আর দুই চরিত্রে আছেন শুভম সিং ও অশোক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর নর্থ সোসাইটির এই প্রযোজনায় ভাষ‍্যপাঠে রয়েছেন কৌশিক সেন। সঙ্গীতে বিহু মুখোপাধ্যায় ও অঙ্কণা দাস। নামাঙ্কণ নীলাভ চট্টোপাধ্যায়ের। মঞ্চে নীল কৌশিক। আলোয় সুদীপ সান‍্যাল।


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>