Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

বিজেপিতে যোগ দেওয়ায় বামমনস্ক নাটক থেকে বাদ অভিনেতা কৌশিক

$
0
0

এই সময় ডিজিটাল ডেস্ক: সামনে বিধানসভা নির্বাচন৷ গেরুয়া শিবির, তৃণমূলের দড়িটানাটানি নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম৷ সিনেমা থেকে একের পর এক তারকারা রাজনীতির আঙিনায় পা দিয়েছেন৷ এরই মাঝে নাট্য মঞ্চেও ‘মতাদর্শ’-এর সংঘাত৷ সৌরভ পালধির নাটক থেকে বাদ গেলেন অভিনেতা কৌশিক কর৷

Bjp-তে যোগদানের পরই সৌরভ পালধির ‘ঘুম নেই’ নাটক থেকে বাদ পড়লেন অভিনেতা কৌশির কর৷ আর ঘটনা ঘটতেই সৌরভ পালধিকে নিয়ে তুমুল বিতর্ক শুরু সোশাল মিডিয়ায়৷ সৌরভের এই সিদ্ধান্তকে নিয়ে অনেকেই সৌরভকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন৷ তবে কেউ কেউ পাশেও রয়েছে সৌরভের৷
81450043


তা হঠাৎ এমনটি করলেন কেন সৌরভ?

এই সময় ডিজিটালের পক্ষ থেকে সৌরভের সঙ্গে যোগাযোগ করা হলে, সৌরভ স্পষ্ট জানান, ‘গোটা বিষয়টাই আইডোলজি নিয়ে সমস্যার জন্য৷’

সৌরভ আরও জানালেন, মানুষ কৌশিককে তো বাদ দিইনি৷ কৌশিক আমার খুব ভালো বন্ধু৷ আমরা ভালো বন্ধুই থাকব৷ কৌশিক ভালো অভিনেতা, আমাদের সবারই খুব পছন্দের অভিনেতা৷ আসলে সমস্যা হয়েছে ইডিওলজি থেকেই৷ ‘ঘুম নেই’ আদ্যপান্ত একটা রাজনৈতিক নাটক৷ এই দু’ঘণ্টার নাটকের পিছনে বছর দেড়েকের পড়াশুনো, বছর দেড়েকের চর্চা, আলোচনা থাকে৷ একটা দলের সবার আর্দশ, চিন্তাভাবনা এক জায়গায় এসেই একটা নাটকের রূপ নয়৷ উৎপল দত্তের লেখা এই নাটক শ্রমিক ইউনিয়ানের গঠনকে নিয়ে তৈরি৷ শুধু তাই নয়, এর আরেকটা দিকও রয়েছে, এই নাটক সাম্প্রদিয়কতার বিরুদ্ধে কথা বলে৷ কৌশিকের চরিত্র আকলখ, একেবারেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়াজ তোলে৷ এবং শুধু চরিত্র নয়, ব্যক্তিগত ভাবেও আমরা এই আওয়াজটা তুলতে চাই বলেই, এই নাটক, এই নাট্যদল৷ অন্যকোনও নাটক হলে হয়তো এত কিছু বলতামই না, কিন্তু এই নাটকের ক্ষেত্রে কোথাও গিয়ে পুরো বিষয়টির সংঘাত ঘটছে ৷ আসলে, আমাদের দলের সবাই বামপন্থার আদর্শ নিয়েই এগিয়ে চলে৷ সে জায়গা থেকে দাঁড়িয়ে এতদিন বামমনস্ক থাকা কৌশিক, দুম করে বিজেপিতে গেলে দুঃখ তো লাগবেই৷ শুধু আমার দল নয়, কৌশিকের নিজের নাট্যদলের লোকেরাও ব্যাপারটা নিয়ে বেশ হতাশ৷ তবে আমি একটাই কথা বলতে চাই, কৌশিক যদি বাধ্য হয়ে বা কোনও চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা যদি আমি জানতে পারি, তাহলে অবশ্যই ওকে ফিরিয়ে নিয়ে আসব এবং আবার আমরা ‘ঘুম নেই ’করব৷
এই বিষয়ে জানতে, অভিনেতা কৌশিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি৷


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>