Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

এক সম্প্রীতির নাট্যোৎসব

$
0
0

সম্প্রীতি ২০২০

অভিজিৎ সেন

আজ সন্ধ্যা ছ'টায় উত্তম মঞ্চে শুরু হচ্ছে চারদিনব্যাপী আন্তঃক্লাব নাট্য উৎসব 'সম্প্রীতি ২০২০'। এ বার অষ্টাদশ বর্ষ। এই উৎসবের সঙ্গে যুক্ত রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তি, বৈশাখী মার্জিত, বিপ্লব দাশগুপ্ত এবং পৌলমী চট্টোপাধ্যায়ের মতো নাট্য ব্যক্তিত্ব। উৎসবের আয়োজক কলকাতা রোয়িং ক্লাব এবং এই সময় সংবাদপত্র। সহযোগিতায় থাকছে ইএস লাইভ।

এ বারের উৎসবে যোগদান করছে শহরের আটটি অভিজাত ক্লাব। নাটক বাছাইয়ে তাঁরা অভিনবত্বের পরিচয় দিয়েছেন। প্রতিদিন থাকছে দুটি করে নাটক। আজ বুধবার, সন্ধ্যা সাড়ে ছ'টায় ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাব মঞ্চস্থ করবে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে 'চোরাই ধন'। নাট্য রূপান্তর ও পরিচালনায় মৌলি বসু। রাত আটটায়, বিপ্লব দাশগুপ্তের পরিচালনায় দ্য ড্যালহাউসি ইনস্টিটিউট নিবেদন করবে 'সাক্ষী'। মূল রচনা আগাথা ক্রিস্টি। বাংলা রূপান্তর বিজয় চট্টোপাধ্যায়ের।

দ্বিতীয় দিন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ'টায় ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি মঞ্চস্থ করবে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাটক 'সীতা'। নির্দেশনায় সূপর্ণা দত্ত। রাত আটটায় দক্ষিণ কলকাতা সংসদ পরিবেশন করবে উৎপল দত্তের নাটক 'হাঁড়ি ফাটিবে'। পরিচালনায় বৈশাখী মার্জিত।

তৃতীয় দিন, শুক্রবার, সন্ধ্যা সাড়ে ছ'টায় দ্য ক্যালকাটা ক্লাব নিবেদন করবে 'হুল্লোড়'। নাটক ও নির্দেশনা অনিমেষকান্তি ঘোষালের। রাত আটটায় দ্য লেক ক্লাব পরিবেশন করবে ব্রাত্য বসুর 'অশালীন'। পরিচালনায় রাজর্ষি দে।

শেষ দিন, শনিবার, সন্ধ্যা সাড়ে ছ'টায় আউট্রাম ক্লাব মঞ্চস্থ করবে আশাপূর্ণা দেবীর গল্প অবলম্বনে নাটক 'সাবুমামা আসছে।' নাট্য রূপান্তর ও নির্দেশনায় দেবকুমার ঘোষ। রাত আটটায় ক্যালকাটা রোয়িং ক্লাব মঞ্চস্থ করবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাটক 'কুরবানি'। পরিচালনায় পৌলমী চট্টোপাধ্যায়। - অভিজিৎ সেন


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>