Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

রাত জেগে নাটকের উত্তাপে বর্ষবরণ, ঠিকানা একাডেমি! জানুন এখানে...

$
0
0

এই সময় বিনোদন ডেস্ক: বছর শেষের আনন্দে মাততে প্রস্তুত শহর। রেস্তোরাঁ থেকে কফিশপ সেজে উঠেছে আলোর মালায়। ফুটপাথ জুড়ে হরেক রকম টুপির মেলা। ইতোমধ্যে ভিড় উপচে পড়ছে শহরের নামজাদা নাইট ক্লাব আর পাবে। বছরের শেষ দিনটা সবাই নিজের মতো করে কাটাতে চান। বহু মানুষ আছেন যাঁরা এই হই হট্টোগোল থেকে দূরে থাকতে পছন্দ করেন।

আবার এমনও অনেকে আছেন যাঁরা সেই জনসমুদ্রে ঠিক গা ভাসাতে পারেন না। এসব ছাড়াও যদি একটু ভাবে কাটানো যায় এই দিনটা! আর তাই সেই ভাবনা থেকেই ৩১ ডিসেম্বর সারা রাত নাট্যমেলার আয়োজন করেছে ইচ্ছেমতো। নাট্যপ্রেমীদের জন্য সুখবর। শহরে এরকম উদ্যোগ কিন্তু এই প্রথম। ৩১ ডিসেম্বর রাত ১১ টা থেকে শুরু হয়ে ভোর ৬টা পর্যন্ত চলবে এই উৎসব।

সারারাত ৫টি নাটক ছাড়াও থাকবে একটি নাটকের গানের অনুষ্ঠান। এই উদ্যোগে ইচ্ছেমতো পাশে পেয়েছে নান্দীকার ও সংসৃতিকে। অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট। এছাড়াও একাডেমির সামনে পাওয়া যাচ্ছে টিকিট। এই নাট্যমেলার উদ্বোধনে উপস্থিত থাকছেন একঝাঁক নাট্যব্যক্তিত্ব। থাকছেন বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, অসিত বসু, সোহিনী সেনগুপ্ত এবং রজতাভ দত্ত। আর অল্প সংখ্যক টিকিট রয়েছে। ইচ্ছেমতোর এই পার্বণে যোগ দিন আপনিও।


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles