Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

পুলওয়ামার জন্য তো কাঁদলেন, এ বার একসঙ্গে জালিয়ানওয়ালাবাগের জন্য আসুন

$
0
0

এই সময় ডিজিটাল ডেস্ক: বাইরের দেশের হানায় দেশের ছেলে মাটিতে লুটিয়ে পড়লে নাড়া দেয়! নাড়া দেয় বৈকি! সম্প্রতি পুলওয়ামার হামলা তেমনই দুলিয়ে দিয়েছিল দেশের মানুষজনকে। কিন্তু এ যে ২০১৯। ১০০ বছর আগে ১৩ এপ্রিলের কাহিনি, মনে পড়ে কিছু? ঠিক ধরেছেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। যে ন্যক্কারজনক হত্যাকাণ্ডের জন্য রবি ঠাকুর তাঁর নাইটহুড উপাধি ফিরিয়ে দিয়েছিলেন। সে কাণ্ডের ১০০ বছর অতিক্রান্ত হতে চলল। আজ অবধি ব্রিটিশরা ক্ষমা চায়নি। ১৩ এপ্রিল সেই জালিয়ানওয়ালাবাগ শহীদদের সেলাম জানাতে চলেছে নাটকের দল 'উজান'। গান আর গল্পের মেলবন্ধনে জালিয়ানওয়ালা বাগের সেই দগদগে ঘা আর এক কলকাতার মানুষজনকে আঁচ দেবে জালিয়ানওয়ালাবাগ: শতবর্ষে সেলাম'। ১৩ এপ্রিল সন্ধ্যে ৬:৩০-এ অনুষ্ঠানটি দেখা যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন মঞ্চে।

অনুষ্ঠানের পরিচালনা করছেন সুতীর্থ বেদজ্ঞ। রূপায়ণে অরূপ মজুমদার, রিনি মিত্র, সৈকত শেখরেশ্বর রায়, দেবলীনা ভট্টাচার্য, রোহিণী রায়চৌধুরী, হিমিকা মুখোপাধ্যায়, প্রসূন দাস, সৌমিত বসু, এবং একটি বিশেষ ভূমিকায় রয়েছেন দেবাশিস রায়চৌধুরী।

পরিচালক সুতীর্থ বেদজ্ঞের বললেন, "শুধুমাত্র একটা অনুষ্ঠান মঞ্চস্থ করা আমাদের উদ্দেশ্য নয়। ১০০ বছরে শহীদদের স্যালুট জানানোই ছিল আমাদের মূল ভাবনা। এটিকে আদ্যোপান্ত একটি দৃশ্যশ্রুতি প্রযোজনাও বলা যেতে পারে। আমরা উজান পরিবার খুবই নবীন। তিন বছর হল আমরা আমাদের প্রযোজনা মঞ্চস্থ করতে শুরু করেছি।"

তবে ইতিহাসের পাতা থেকে তুলে এনে আজকে নাটকের আকারে মঞ্চস্থ করতে তো ঝুঁকি প্রচুর। পরিচালকের কথায়, "২০১৯ সালটা শুরু সময়েই মাথার মধ্যে কিরকম একটা যেন বিদ্যুৎরেখার মতো খেলে গেল জালিয়ানওয়ালা। তখন মনে হল ঠিক সেই দিনেই আমরা একটা অনুষ্ঠান করতে পারি। টেনশন তো ছিলই। খরচাও অনেক। কিন্তু আমরা আমাদের সীমাবদ্ধতাগুলোকে মাথায় রেখেই অনুষ্ঠানটি মঞ্চস্থ করতে চলেছি। তবে বিষয়টা তথ্যের বাগাড়ম্বর ভাবলে ভুল হবে। আমাদের উদ্দেশ্য একটা গল্প বলা।"

'জালিয়ানওয়ালাবাগ: শতবর্ষে সেলাম' অনুষ্ঠানটির গানগুলির মূলভাবনায় গায়িকা রোহিণী রায়চৌধুরি। বললেন, "রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগের সঙ্গে খুবই প্রাসঙ্গিক। তাই তাঁর গান তো থাকছেই। তাছাড়াও আমরা ভাবছিলাম, যদি অন্য কোনও গান ব্যবহার করা যায়। পঞ্জাবি গান থাকছে, বৈশাখি উৎসবেরও কিছু গানও থাকছে। প্রতিবাদের গান তো থাকছেই। নজরুলের গান, সলিল চৌধুরির গান রয়েছে। তবে সবটাই যে জালিয়ানওয়ালা বাগ নিয়ে তা নয়। হিন্দি সিনেমার কিছু দেশাত্মবোধক গানও থাকছে।"


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>