Quantcast
Channel: Eisamay
Viewing all articles
Browse latest Browse all 222

উৎসবে জোড়া সৌরভ এবং মকরন্দ

$
0
0

ইন্দ্রনীল শুক্লা

দ্বিতীয় বর্ষে পা দিল ইন্দ্ররঙমহোৎসব। আয়োজনে পাইকপাড়া ইন্দ্ররঙ্গ নাট্যগোষ্ঠী। আগামী ১১ থেকে ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে এই উৎসব। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এবং মোহিত মৈত্র মঞ্চ, এই দুটি প্রেক্ষাগৃহ মিলিয়ে উৎসব হবে। এবারের উৎসবের অন্যতম আকর্ষণ সৌরভ শুক্লা রচিত, নির্দেশিত ও অভিনীত দু'টি নাটক। এবং মকরন্দ দেশপাণ্ডের নাটক যা তাঁর রচিত, পরিচালিত এবং অভিনীত। উৎসবের আহ্বায়ক ইন্দ্রজিৎ চক্রবর্তী। এবং উৎসব অধ্যক্ষ ব্রাত্য বসু।

আগামী ১১ নভেম্বর উৎসবের উদ্বোধন অ্যাকাডেমি প্রেক্ষাগৃহে। ওই দিন অভিনীত হবে কালিন্দী ব্রাত্যজনের 'ভোম্বল সর্দার'। রচনা খগেন্দ্রনাথ মিত্র, নির্দেশনায় সুমন্ত রায়। এবং আছে ব্রাত্য বসু নির্দেশিত দু'টি নাটক: 'অদ্য শেষ রজনী' এবং 'মীরজাফর'। প্রথমটি পাইকপাড়া ইন্দ্ররঙ্গ, এবং দ্বিতীয়টি কালিন্দী ব্রাত্যজন প্রযোজিত। সোমবার থেকে উৎসব চলে আসবে পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে। দেখা যাবে ব্রাত্য বসু রচিত 'আমি, অনুকূলদা আর ওরা' এবং 'একদিন আলাদিন', যার নির্দেশনায় যথাক্রমে অভি চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিক। প্রযোজনায় অশোকনগর নাট্যমুখ এবং আয়োজক দল। উল্লেখ্য, আয়োজক দলের নাটকটি এ বছর এনএসডি-র রঙ্গমহোৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। দেখা যাবে সুজন মুখোপাধ্যায়ের পরিচালিত, সুমন মুখোপাধ্যায় অভিনীত চেতনা-র নাটক 'ডন-তাকে ভালো লাগে'। পূর্ব-পশ্চিম প্রযোজিত, ব্রাত্য বসু পরিচালিত, দেবশংকর হালদার অভিনীত 'অথৈ জল' দেখতে পাওয়া যাবে।

শেষ তিনদিনে থাকছে চমক। পর পর দু'দিন থাকছে সৌরভ শুক্লা রচিত, নির্দেশিত, অভিনীত দুটি নাটক। 'টু টু ট্যাঙ্গো, থ্রি টু জাইভ' এবং 'বর্ফ্'। উৎসব শেষ হবে মকরন্দ দেশপাণ্ডের 'স্যার স্যার সরলা' দিয়ে। গতবার সৌরভ শুক্লা এসেছিলেন, এবারও কেন? উৎসব আহ্বায়ক ইন্দ্রজিৎ চক্রবর্তী হেসে বলেন, 'নাট্যমোদী বন্ধুদের দাবিতে বলতে পারেন। আগের বার শুধু সৌরভ শুক্লা কেন, শরমন যোশি, পরেশ রাওয়াল, সুচিত্রা কৃষ্ণমূর্তি-ও অভিনয় করে গিয়েছেন। সব নাটকেই ফুল হাউস ছিল। কিন্তু সৌরভের 'বর্ফ্'-এর শোয়ে যা হয়েছিল তা অভূতপূর্ব। মোহিত মৈত্রের ছ'শো সিট ভরে যাওয়ার পর এক্সট্রা সিট এবং সিঁড়ি মিলিয়ে প্রায় সাতশো মানুষ নাটক দেখেছিলেন। এই উন্মাদনা এবারও থাকবে আশা করছি।'


Viewing all articles
Browse latest Browse all 222

Trending Articles